সুমনের গান
আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে
আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপকুঞ্জে
আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে
আমি চাই ঝাড়খন্ডির তীর-ধনুকে --
আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে
আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্তপলাশে রক্তজবায়
আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে
আমি চাই সব্বাই যেন দিন বদলের গল্প বলে
আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম কর
আমি চাই বক্তৃতা নয় কবিতা পড়ুন কন্ঠ ভরে
আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ
আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু
যদি বল চাইছি নেহাত , চাইছি নে হাত স্বর্গরাজ্য
আমি চাই একদিন হবে , একদিন হবে এটাই গ্রাহ্য ।।
যখন সময় থমকে দাঁড়ায়

ওরা কাজ করে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment