যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায়
ওরা কাজ করে

Wednesday, March 5, 2008

কিছু ভাষাতাত্বিক তথ্য

চৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা সাহিত্যে মহাকাব্যের মতো লক্ষণ দেখা গেছে । চৈতন্য প্রভাবিত নবদ্বীপ / নদীয়া ও গৌড়ভূমি হয়ত সেই যুগ থেকেই আদর্শ ভাষার কেন্দ্র হয়ে উঠতে শুরু করেছিল ।

সেই সময়ের পর থেকেই বাংলা ভাষা ও সাহিত্যের পরিধি বিস্তৃত হয়েছিল । যথার্থ dialectal রচনার শুরু সেই সময় থেকেই ।

সেই সময় উত্তর ও পূর্ববঙ্গীয় উপভাষায় সাহিত্য রচিত হল । ভাষাতাত্বিকের কাছে এই ঘটনার দাম অনেক ।

অনুবাদ সাহিত্যের প্রাধান্য দেখা যাওয়ায় অনেক সংস্কৃত শব্দ তৎসম শব্দ হিসাবেই বাংলা ভাষায় ঢোকে ।

আগ্রহপূর্ণ বিষয় হল যে মুসলমান আক্রমণের পরবর্তী যুগে অনেক আরবি / ফারসি শব্দ বাংলায় প্রবেশ করে, আবার সংস্কৃত ভাষার শব্দও নতুনভাবে বাংলায় আসছিল । তাই একটা সমান্তরাল স্রোত সৃষ্টি হয়েছিল । আবার ব্রিটিশ আমলে ইংরেজি ভাষার প্রভাব ফারসিকে দূরে সরিয়ে দিল । কিন্তু সংস্কৃত ভাষার সরাসরি প্রভাব আধুনিক বাংলা অবধি ছিল ।

চৈতন্যপরবর্তীযুগের আর একটি বৈশিষ্ট্যের কথা বলতেই হবে । সেটা হল বাংলাভাষায় ব্রজবুলি ভাষার প্রভাব । অনেকে ব্রজবুলিকে বাংলার উপভাষা বলেন, কিন্তু সেটা ঠিক নয় ।

No comments: