যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায়
ওরা কাজ করে

Sunday, March 9, 2008

“নতজানু হয়ে ছিলাম তখনও...”

শাপভ্রষ্ট দেবতা বা সমাহিত তথাগত
দুই চোখের আগুন আর তৃতীয় নয়ন
সুন্দর পৃথিবীর মায়া
বিকেলের আলো কুড়িয়ে
চলে গেলে বহুদূরে

বাতাসের উড়ো হাতছানি
দোল দিয়ে যায় মনের কোণায়
কৃষ্ণচূড়ার মতো গহন রঙিন রঙ
কীভাবে এঁকে দিলে?

আমি স্তব্ধ বাকহারা ভিড়ের তালে
কে ও? ও কে?
পথহারা বালকের মতো অসহায় মন
ঘুরপথে ঠিকপথে হারানো সুরের স্মৃতি
বার বার ফিরে ফিরে আসে

যখন সময় দোতারার তানে
চিনতে পারিনি তার অসীম শূন্যতা
দিব্যি চলে গেল দিনের পর দিন
মেঠো মেঠো একা একা অন্ধকার

চোখ উঁচু করে আকাশ দেখি
আর ভয়ে কুঁকড়ে যাই , কোথায় আমি?
হাতে হাত ছুঁয়ে থাকে সমান্তরাল বিষণ্ণতা
লাল রঙ কেন এত একা?

তিরতির বয়ে চলা নিস্তরঙ্গ জীবনের ঝিলে
পড়ুক না , পড়ে যদি দাগকাটা চোখের জল
কী যেন হালকা গভীর আঁকিবুকি
মনের মধ্যে অসীম

দাগ পড়ে , পড়ে না , আজব সময়ের ঝুলিতে
গোপন জাদু বুঝি এক
অস্ফূট , নিরুচ্চার সে কথা
বুঝি পুরোনো এ ব্রহ্মান্ডের চেয়ে আরও

এই বেশ , ভালো তবে ,
হাত ছুঁয়ে দেখো না , হৃদয় ছুঁয়ে থাকো চিরকাল

No comments: