যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায়
ওরা কাজ করে

Monday, February 18, 2008

চমকে দিল বি. জে. পি.

নরেন্দ্র মোদী, বজরং দল ইত্যাদির সুবাদে দাঙ্গাবাজ যে ছাপ ভারতের প্রধান বিরোধী দলের গায়ে লেগেছে, তা নিয়ে পার্টির বিভিন্ন মহলেও অস্বস্তির ভাব চোখ এড়ায়নি । কিন্তু জো জিতা শেষ অবধি সেই সিকন্দর । গত লোকসভা নির্বাচনের ফল তাদের সুখনিদ্রায় ব্যাঘাত ঘটানোয় এবার কিন্তু তারা নিজেদেরকে প্রগতিবাদী প্রমাণ করতে তৎপর । ভারতের গত লোকসভা নির্বাচনে (২০০৪) ৫৪৩ টি আসনের মধ্যে মহিলা সদস্য ছিলেন মাত্র ৪৫ জন । সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের কথা নিয়ে জলঘোলা হচ্ছে বেশ কিছু বছর ধরে । ভারতীয় জনতা পার্টি কিন্তু এবার তাদের মোক্ষম চালটি দিয়েছে । নিজেরাই দলের সব স্তরে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ শুরু করে দিল তারা । কংগ্রেস ও অন্যান্য দলগুলি একটু চমকেছে এতে । ভোটের আগে এমন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ভোটের চরিত্রে ও সমীকরণে একটু প্রভাব ফেলবে বৈ কি !

1 comment:

Anonymous said...

uddyeshyo jai hok, kaajTa je bhalo hoyeche talegole ta to swikaar karen? na ki?