নন্দীগ্রামে মৃতের সংখ্যা সরকার যা বলছে তার চেয়ে অনেক বেশি তা যে কোনো লোকই বুঝতে পারছে,কারণ আমরা জানি যে কোনো ঘটনার দায় কমাতে/এড়াতে সরকার ক্ষতিগুলোকে কম করেই দেখায়
১.যদি মেনে নিই যে বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছিল,তাহলে একজন পুলিশকেও এমনকি আহত হতে দেখা গেল না কেন?
২.মাওবাদী থাকার ঘটনা সত্যি হলে,"বহিরাগত"দের গ্রেপ্তার করা হল না কেন? মাওবাদীরা তাদের প্রিয় অস্ত্র মাইন ছেড়ে ঢিল ছুঁড়বে কেন?
৩. পশ্চিমবঙ্গের মানুষেরর রাজনীতি সচেতনতা প্রবল, তাই নোটিশ “ছিঁড়ে ফেলা”র আদেশ দেওয়া আর নোটিশ প্রত্যাহার করা যে এক বিষয় নয়, তা বোঝার জন্য “বহিরাগতদের ক্রমাগত ভুল বোঝানো”র দরকার হয়না
৪.পুলিশ আক্রান্ত হলে মহিলাদের পিঠে গুলি লাগবে কেন? লাগার কথা সামনের দিকে
৫. যে জায়গার প্রায় সব লোকই পুরোনো বামপন্হী,তারা শুধু "গুজব" শুনে সরকারের বিরোধিতা করছেন,কীভাবে বিশ্বাস করব?
৬. যে সি.পি.এম সমর্থকরা ঘরছাড়া,তারা/তাদের পরিবারের পুরুষরা ধোওয়া তুলসি পাতা এবং নির্যাতিত, তা তো দুবেলা বাম নেতাদের মুখে শুনছিতা মেনে নিলে, যারা সি.পি.এম সমর্থক নন এবং ঘরছাড়া, তাদের জন্য প্রশাসনের মাথাব্যথা নেই কেন? তাদের বাঁচার অধিকার নেই?
৭. সরকারের দায়িত্ব নেই আহতদের দেখতে গিয়ে অন্তত দুটো আশ্বাসবাণী শোনানোর?
৮. কংগ্রেস, তৃণমূল ও বি.জে.পি.র মুখে বড়ো বড়ো কথা মানায়না, বরানগর কারা করেছিল? আর গুজরাট?
সাধারণ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না নেতাদের দ্বিচারীতার মুখোশগুলো তারাই টেনে টেনে খুলবে, যাদের “মাইনরিটি”, “বেকার”, “পিছিয়ে পড়া”, “নারী”, “দরিদ্র” বা “অশিক্ষিত” তকমা দিয়ে, মুখে সহানুভুতির বোল পেড়ে এতদিন নির্বাচন বৈতরিনী পার হয়েছিলেন আপনারা মানুষের জন্য ঠিক ততটুকুই করেন, যতটুকু আপনাদের গদি বাঁচাতে দরকার
আরো অনেকের মতো আমিও আশা করি একদিন “মরব দেখে বিশ্বজুড়ে যৌথ খামার”
যখন সময় থমকে দাঁড়ায়

ওরা কাজ করে
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sushil samaj niye amader lekhaTa ekTu poRe dekhben madam
Post a Comment