যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায়
ওরা কাজ করে

Wednesday, February 27, 2008

আকাশতীরের বন্ধু

জয় গোস্বামী
মুকুল যখন ভাসে তখন
হাতের পাতায়
দু একটি জলবিন্দু এসে
মার্জনা চায়

দু একটি জলবিন্দু তখন
চোখের আলোয়
দুর্বল সেই দীপকে বলে!
“আমায় জ্বালো!”

জ্বালতে গিয়ে দীপ নিজেকেই
জ্বালায় পোড়ায়
পুড়তে পুড়তে আকাশতীরের
বন্ধুকে পায়

বন্ধু তাকে ঝড়বাদলে
আগলে রাখে
কাছে পেয়েও বন্ধুকে সে
স্বপ্নে ডাকে

স্বপ্নটিকে সত্যি করে --
মুকুল ভাসায়
বন্ধুটি তার চোখের পাতায়
হাতের পাতায় ...

1 comment:

Anonymous said...

kire!nijeo to bhalo likhis kobita..ekta nijer lekha kobita de ekhane